Monday 19 October 2020

নিসর্গ নির্যাস মাহাতো, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,


 

সুরারোপ


ঝরে পড়া গোধূলি আলোয়
উজ্জ্বল হয়ে ওঠে ধূসর অশ্রুকণা
বেজে যায় বিষাদের রাগ
সুর বেঁধে টান দেয় ঠোঁটে 
যেন গুনগুন করে ওঠে
মিলনের একতারা সুর
ওপারে সন্ধ্যা নামে, হৃদয়ে অতীত জাগে
ঝরেপড়া কামিনী সুবাসে

 সুর

সমস্ত সৌন্দর্যটুকু রয়েছে লুকানো
একতারা সুরে
বিরহ- মিলনের গান জানে সেই
চিত্রকল্প বেঁধে, তাতে টান দেয় গুণী
এসো বিশ্বাসে বাঁধি সুর
যেমন করে পাখিরা গেয়ে ওঠে
গোধূলি আলোয়-
চুমুতে চুমুর পর


No comments:

Post a Comment