Showing posts with label মৌমিতা পাল. Show all posts
Showing posts with label মৌমিতা পাল. Show all posts

Saturday, 27 June 2020

মৌমিতা পালের কবিতা 'আদর'








আদর

মৌমিতা পাল

দাঁতাল মাতাল আর কাঙাল শুয়োর ছত্রভঙ্গ হয়ে
একে অপরের চোখের ভেতর তুমুল নাদান

সুষম বণ্টনের আগে চিনে নাও প্রাথমিক সরলতা
পদ্মাবতী তোমার চোখে প্রেমিক চিনতে চায়নি
বলা ভালো , দেবতা সভায় বেহুলা
নেচেছিল ধ্যাবড়া কাজল চোখে
ফাতনা কাঁপলেও , রুই- কাতলার খবর নেবার
সাধ্য তেমন কই!

পদ্মাবতী প্রেমিক চিনেছিল যাকে ,
তাকে দেখতে দেখতে চোখ মটকাও গোছের
    কোন সিনেমার স্ক্রিপ্ট লেখেনি সে
না তাকিয়েই বলেছিল-
' হাতখানা রাখো কপালের ওপরে'।

প্লাবন ধুয়ে দিক খোপার ফুল,
আদর তারই।