জন্মের পর জেনেছি,
এক পৃথিবী ভাব বন্ধক রয়েছে আমার।
অক্ষর থেকে শব্দ , শব্দ থেকে বাক্য হয়ে জমেছে তার সুদ।
চক্রবৃদ্ধি হারে সময় জুড়েছে তাতে।
একটু একটু করে বুঝেছি সবাই যে যার নিজের ঋণে জর্জরিত।
শিক্ষা ও শোধের দৌড়ে পিছিয়ে পড়েছে কেউ।
কেউ সাহায্যের নামে ঝড়িয়েছে রক্ত।
তাই হাল ছাড়বো না !
একদিন ঠিক সব ঋণ শোধ করে দেবো বাংলা ভাষা দিয়ে।