Showing posts with label মৃণালকান্তি দাশ. Show all posts
Showing posts with label মৃণালকান্তি দাশ. Show all posts

Saturday 27 June 2020

মৃণালকান্তি দাশের কবিতা 'চর'




চর 

মৃণালকান্তি দাশ 

হাতেই ছিল শুশ্রূষা তার, হাতেই ছিল বিষ,
রাত্রি ছিল নদীর মতো, সহজ, সুন্দর-
গাছের ছায়া আড়াল করে দাঁড়িয়ে ছিল চর  ?

অঙ্ক ছিল অন্যরকম, সাদা পাতায় লেখা,
মিলবে কিনা যোগবিয়োগের একাকী উত্তর  !
কঠিন, পরুষ হিংসা শুধু নিয়তিনির্ভর ।

ওপার মৃত, নারীবিহীন, এপারে পৌরুষ,
কপালে কার হাত রেখেছ  ? কার শরীরে জ্বর ?
অন্তরা আর সঞ্চারীকে মিলিয়ে দিও স্বর ।