বাকি সব অকিঞ্চিৎ
রক্ত মাংসে, পাপে, অসুখে, নিভৃতে
যতটুকু বেঁচে আছি, বিশ্বাস করো
আগন্তুক কোনও ঘোরের উদ্দীপনায়
বিড়াল তপস্বীর মতো বসে থেকে
কত আর্ত ডাকের সরলতায় সাড়া দিই নি
কত চেনা মুখকে অচেনা করেছি নিমেষে,
বিনিময়ে কি পেয়েছি ?
আত্মসুখ ও রাতের গভীরে স্বৈর-উল্লাস
সবাই আঙুল তুলেছে এমন জীবনের দিকে
ধিক্কার ছুঁড়ে মেরেছে, বলেছে—
পৃথিবী ক্ষমা করবে না এই স্খলন...
খোলা আকাশের নীচে,
বেঁচে আছে সহস্র পথ ও চোরাস্রোত
সমস্ত দংশন-জ্বালা মেখে দাঁড়িয়ে আছি একা
কেউ খোঁজ রাখেনি এইসব যন্ত্রণার
যতটুকু বেঁচে আছি, নির্জন আত্মমগ্নতায়
আঘাতে, নীরবে এবং প্রত্যাখ্যানে।
No comments:
Post a Comment