ভয়
এক
শরীরে কাঁটার মত বিঁধে আছে ভয়
যেন তাল তাল অন্ধকার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
ছাড়ছেও না যাচ্ছেও না
শুধু, এগিয়ে চলা প্রতিটি পদক্ষেপে
একটি পেরেক পুঁতে দিচ্ছে, নিঃশব্দে।
দুই
ভেবে ভেবে ক্লান্ত হয়েছ
অনভ্যস্ত অভ্যাসে
আঁধার দেখে তোমার মুখ
তলিয়ে যাচ্ছে বিষাদে
জেনো, ভয় পেলে, সে আসবেই।
তিন
কখনও গেয়ে ওঠো
মন স্নাত হয়
কখনও উদাত্ত কণ্ঠে আহ্বান করো
কবিতার ছন্দতরঙ্গ
হাসতে গিয়ে
এক টুকরো শব্দ
হঠাৎ করে বয়ে নিয়ে আসে প্রাণান্তকর ভয়।
No comments:
Post a Comment