Monday 19 October 2020

গোপেশ দে, কবিতা , সাহিত্য এখন শারদ ২০২০,

 


বারান্দায় যখন আমি




বারান্দায় যখন আমি একা একা বসে থাকি
একটা সুতীব্র চিন্তার বাতাস বয়ে যায় মগজে
বড় উদাসীন হয়ে যেতে ইচ্ছে করে

লাইন ধরে কিছু অক্ষর এসে একটা কবিতা বানায়
আমি চেয়ে দেখি তার রূপ
বিমুগ্ধ বিস্ময়ে উন্মাদ হই আপন অভ্যাসে

নিজেকে অহংকারী লাগে, বড় বেশী রাশভারী লাগে
কিছু খন্ড স্মৃতি নীল আকাশে মেঘ নিয়ে আসে
বিড়বিড় করে নিজেকে পরাঙ্মুখ ভেবে রাস্তায় নেমে আসি

চোখে স্বপ্নহীন নেশা নিয়ে উদ্বাস্তুর সাথে নিজেকে তুলনা করি
আর ঠিক তখনই চায়ের তৃষ্ণা পেয়ে যায়...

No comments:

Post a Comment