Friday 16 October 2020

সুমন দিন্ডা , কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


নিঃসঙ্গ

কী চেয়েছিলাম আমরা?
কিছু ঘাস চিরদিন পায়ের নীচে থেকে যাবে
কিছু আকাশ উড়ে যাবে নীল মোহনায় 
আর কোনো কোনো শঙ্খলাগা ভোর
বিছানা জুড়ে নামিয়ে আনবে গনগনে আঁচ।

এর বাইরে দু একটা খাতায় কালো পেন্সিল 
ঠোঁট বুলিয়ে নিয়ে যাচ্ছে বিপ্রতীপ আমাকে,
অবসন্ন স্বপ্ন আর ব্যর্থ সঙ্গমের রাত
কখনও কি আয়না রেখেছে সামনে? 

কী চেয়েছিলাম আমরা? কী চেয়েছিলাম? 
মাখামাখি বাতাস আর মৌসুমি ফলন
একটা একটা করে সম্পর্ক পেরিয়ে যাবে,
সূর্য মনে করে আগুন পোহানোর জন্য কেউ এলে
আলিঙ্গনে নিশ্চিত হবে ভবিষ্যতের উত্থান। 

আমাকে তোমার প্রতিদ্বন্দ্বী করে কী লাভ
যখন পেরিয়েই গেছো পরিতৃপ্তির জলসীমা? 




No comments:

Post a Comment