Sunday 18 October 2020

নিলয় নন্দী, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 

 


 

আবারো প্রেমের কবিতা

আমাদের মধ্যে কোন ভালবাসা নেই।

নিম্নবিত্ত সংসারে ভালবাসা থাকে না
উচ্চবিত্তের সংসারেও ভালবাসা থাকে না
প্রবণতা থাকে...
দু একটা অভিমান এসে সে' প্রবণতাকে দূরে
কোন নদীর ধারে এনে দাঁড় করিয়ে দেয়
সেখানে খিদেও এসে দাঁড়ায়। অন্ত্যজ খিদে।
একে অপরের প্রতিবিম্ব যেন
যেন সমর্পণের পাণ্ডুলিপি...

স্নেহের অভাব নেই
লোভের অভাব নেই
দু এক টুকরো কাদা ছোঁড়াছুড়ির মত
হা রে রে রে ডাকাতিয়া ডাকের মত
যদি ভালবাসা...

নির্লজ্জের মত কেন যে শুধু প্রেমের কবিতা!

6 comments: