Monday 19 October 2020

দীপিকা সাহা,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,

 


আবছায়া

                          
বিশ্বাসের গোড়া আগলে যাকে লালন করা যায়
তার গর্ভেই প্রবাহমান জীবনের সূত্র
জন্ম, মৃত্যুর হাত ধরে
                              পথ চলা শুরু করেছে বলে
পরিহাসের পাথর বুকের ওপর স্তুপ হয়ে
জমে থাকতে চায় দীর্ঘকাল।
একটু একটু করে
গোটা সাম্রাজ্যে ভাঙ্গন ধরিয়ে
নিংড়ানো আবেগ নিজের মতো মিশেছে
                                  কোনো মোহনার ভেতর।
তবু নির্বাক আকাশ বয়ে নিয়ে যায়
কোন বিধবার কান্না,
অবৈধ শিশুর আর্তনাদ
যন্ত্রণায় ক্লান্ত হয়ে এখন নিঃশ্বাস দুঃখ খোঁজেনা,
খোঁজে বিদুষীর তাজা রক্ত
যার ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে                শেষ
বিকেলের ওপর।
একটা শঙ্খচিল পায়ে রক্ত মেখে ছিটিয়ে যায়
সন্ধের কলংক ঘেটে
আর প্রথম ভোরের আলো
বারবার হাত বুলিয়ে মুছে যায়
নিকষ মৃত্যুর ছাপ।



 

No comments:

Post a Comment