মৃন্ময়ী
এই আধো অন্ধকার মায়ার আধারে
আছে মাত্র ধক ধক চোখের আলোটুকু
তাকে হৃদয়ে জ্বেলে বসে আছি
খিড়কি খুলে বসে আছি
বয়স্ক হচ্ছ তুমি, বয়স্ক হচ্ছি আমি
তবু হাতে হাত রেখে মুখোমুখি বসে আছি
হরপ্পা মহেঞ্জোদারো!
এখন সব মাস যুদ্ধমাস একটাই ঋতু
পুড়ছে সবুজ পুড়ছে জলছবি
পুড়ছে খেলনাবাটি
পুড়ছে আমার মৃৎপাত্র অক্ষর ধান সবই
এই তীব্র ক্ষুরধারে
চোখের আলোর সম্বলে হাটদোর বসে আছি
কবে তোমার কাঁখকলসে
ভরে দিতে পারব শ্বেত পারাবতের স্নানের জল
উষ্ণতায় গড়ে তুলব মৃদঙ্গ স্বভাব তোমার …
অভিমান ভোলো এসো হাত ধরো ঘরেতে ফেরাই
বৃন্দগানে বটঝুড়ি শিকড় নামাই
ভস্ম হয়ে উড়ে যাক কাকজ্যোৎস্নার আভরণভার …
No comments:
Post a Comment