Showing posts with label স্বপনকুমার বিজলী. Show all posts
Showing posts with label স্বপনকুমার বিজলী. Show all posts

Friday, 16 October 2020

স্বপনকুমার বিজলী, ছড়া, সাহিত্য এখন শারদ ২০২০,

 


মেলার ছবি

     

গাঁয়ের মেলা সারাবেলা
দেখছি আমি ঘুরে
হাজার ঘুড়ি ওড়াউড়ি
করছে কাছে দূরে ।

ছ'টা ছেলে হেসে খেলে
কিনছে চানা-মুড়ি
ক'জন খুকি দিচ্ছে উঁকি
পরছে কাচের চুড়ি ।

গুড়ের জলে দলে দলে
জিলাপি সব ভাসে
গরম তেলে নেচে খেলে
পাঁপড় ভাজা হাসে ।

পুকুর ঘাটে তিলক কাটে
ন্যাড়া করে মাথা
চটে বসে হাঁকছে কষে
বেচছে নকশি কাঁথা ।

নিচ্ছে ঝুলে রুমাল তুলে
চড়ছে নাগরদোলা
ভরা প্রীতি মেলার স্মৃতি
যায় কখনও ভোলা