মেলার ছবি
গাঁয়ের মেলা সারাবেলা
দেখছি আমি ঘুরে
হাজার ঘুড়ি ওড়াউড়ি
করছে কাছে দূরে ।
ছ'টা ছেলে হেসে খেলে
কিনছে চানা-মুড়ি
ক'জন খুকি দিচ্ছে উঁকি
পরছে কাচের চুড়ি ।
গুড়ের জলে দলে দলে
জিলাপি সব ভাসে
গরম তেলে নেচে খেলে
পাঁপড় ভাজা হাসে ।
পুকুর ঘাটে তিলক কাটে
ন্যাড়া করে মাথা
চটে বসে হাঁকছে কষে
বেচছে নকশি কাঁথা ।
নিচ্ছে ঝুলে রুমাল তুলে
চড়ছে নাগরদোলা
ভরা প্রীতি মেলার স্মৃতি
যায় কখনও ভোলা