Monday 19 October 2020

অরুণাভ রাহারায়,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,


 
 
ব্যাধ


কবিতা তা-থই বাজে জলে, সারাঘরে
উঠোনে বিছায় মায়া দুর্বার কথন
সবুজে-সবুজ খেললো গাছগাছালির
এখন সময় শুধু পাতা ওড়াবার

কী পাতা হাওয়ায় ওড়ে জানো তার নাম?
যোধপুর পার্ক থেকে বাতাসে হাঁটলাম
দু'চোখ উড়েছে শূন্যে রে ঘটনাবলী
নদীতে ভাঙন চলে... শান্ত সরোবর।

সাঁতারে বিষাদ ওঠে, ওঠে বিষোদ্গার
পেয়েছি অকূল ঘূর্ণি, চূর্ণী-জলঙ্গিতে

হাওয়ায় নিষাদ দাও, ওষ্ঠ দাও তুমি
জোনাকির আলো দাও, দাও কষ্ট ঢাকি।

1 comment: