দেওয়াল ঘড়ি
গভীররাতে সবকিছু থেমে যাওয়ার পরও দেওয়াল ঘড়িটার
খসখস আওয়াজ আমাকে জাগিয়ে রাখে।
নিছকই সেসব পুতুলখেলার নাম।
পুতুলখেলায় আঁশবঁটি থাকে না।
কাঁটা গেঁথে গেঁথে ফুটো করে সেকেন্ডের ভগ্নাংশ। মাছের পেট থেকে বের হয়
স্কুলবেঞ্চের রঙিন শব্দরূপ, চক ডাস্টারে মুছে ফেলা খয়েরি খেয়াঘাট।
মাটির পুতুল, একার কার্ণিশ,ভরদুপুর, চুড়িওয়ালার ডাক,আতাফুলের বিকেলে
মাটির পুতুল, একার কার্ণিশ,ভরদুপুর, চুড়িওয়ালার ডাক,আতাফুলের বিকেলে
ঝাঁকা মাথা আকাশ থেকে নিচু হয়ে আসা পরীদের ডানা।
রেশম গুটির বাসায় লুকোনো মাছবেলা।
মাঝে মাঝে ডানার বদলে আকাশ রঙের তুঁতেগাছ, পকেটভর্তি মার্বেল আর
রেশম গুটির বাসায় লুকোনো মাছবেলা।
মাঝে মাঝে ডানার বদলে আকাশ রঙের তুঁতেগাছ, পকেটভর্তি মার্বেল আর
ক্যাডবেরির ভুলচুক।
ভাঙাকাচ জলপুকুর রক্তারক্তি।
রূপোর আংটির ভিতর ঘোরেফেরে বড়বেলার আঁশটে গন্ধ।
ভাঙাকাচ জলপুকুর রক্তারক্তি।
রূপোর আংটির ভিতর ঘোরেফেরে বড়বেলার আঁশটে গন্ধ।
কুহুডাক জ্যান্তো রূপকথার যাদুঘর আর নিশুতিপাপের কাছে
পোঁতা মাছের আঁশ,ছেঁড়া ফড়িংয়ের ডানা,ঘুঘু পাখির ডিম।
নিছকই সেসব পুতুলখেলার নাম।
পুতুলখেলায় আঁশবঁটি থাকে না।
No comments:
Post a Comment