Tuesday, 13 October 2020

উর্ণনাভ ,কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,


 

দালাল

 

মাঝরাতে ঘড়ি এবং টিকটিকির স্বমেহন শুনতে শুনতে

ভদ্রলোক উঠে কড়কালেন দেওয়ালটাকে

অতঃপর জানালেন —

অন্তত একজোড়া পায়রা — কিংবা মেঠো চিল

ঘাতকের মত নির্ভীক সজ্জন সেজে  — প্রলুব্ধ আলাপ,

মাড়োয়ারি তিল আর ফুসফুসের নীচে লুকিয়ে রাখা

একটা সযত্ন ক্ষুর — বের করে আনতেই হয়।

 

তারপর মাথাটা ঝাঁকিয়ে চেতন এবং অবচেতন খোপরের থেকে

ক্যালানে ফ্যাতাড়ুর মত ঘাড় গলিয়ে দেখে নিতে হবে

অদ্বৈত কেউ ছিপ ফেলে বসে আছে কি না;

যদি না থাকে —

দে বুড়ি গঙ্গা জলে ঝাঁপ!

শ্রাবণের রাতের গভীর অন্ধকারে — একখানা স্যুইট লিজার্ড ছেড়ে দিয়ে

সিম্বলিক ব্যাঙ, কিংবা আস্ত একটা খরগোশ

মুখে নিয়ে বলতে  চাইলেন — এখানে আমার দালালি চলে বটে!

 

No comments:

Post a Comment