সেলাই
তাপসী লাহা
অনুবাদের গায়ে শব্দ সেলাই করো
পরিতাজ্য চাদরের
ছেড়াটুকু
বিষমের ভার নিয়ে.. ঘ্রাণ ছড়ায়
যেন আস্তানা ছিল নদীর চোখে।
অজস্র বছরের ঘুমগুলো,ছেড়া পুঁথি ডুবে আছে
কত ইতিহাসে।
বটের চিহ্নে ঝুড়ি মাখা আজগুবি নালিশ
ডাকছি আবার ... কাহ্নর ভুল সব, পুস্তকের পাশে
একজোড়া ডাহুকের অভিসার,কলমি লতায়
হাসিগুলো ঢেউ তোলে,
হাসতে হাসতে ভুলে যায়
বিজন ঘরের কবি, স্মৃতিতে ধরে রাখা শেষ দুটো লাইন।
পাতার ফোকরের সিঞ্চনের ছন্দগুলো দুঃখ আঁকে
আস্ত একটি শরীর কোথায় খু্ঁজে ফিরি।
হাওয়ায় নীরব ভিনদেশী কলমের শ্বাস ফুলে ওঠে
এরই ফাঁকে, ছিন্ন চাদর উড়ে গিয়ে আটকে যায় অচিন বাঁশের ডগায়।