Monday 19 October 2020

মাধবী দাস,কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 



রক্তপাত


তোমার চোখের জল আমার বুকের রক্তপাত 

বট-ঝুরিটির পাশে রিদমিক আলো ফেলে ফেলে

উদাস কোরো না 

বুক পোড়া ঘুড়িটি তো ইমোশন ছিঁড়ে 

কবে উড়ে গেছে...


ঝলসানো আয়নার ঠোঁটে লাইট ক্যামেরা ফেলে ফেলে 

টিউলিপ আঁকার দিনে ঘন হয়ে আসে মিড-শট

জিরাফের মতো মাথা তুলে

বিবর্ণ ক্যানভাসে দেখি বিষণ্ন ফানুস


আলোর আন্দাজ ভুলে গিয়ে

অবিভক্ত দূরত্বের মানচিত্র আঁকি


মরতে মরতে বলে যেতে চাই

বন্ধ হোক গণ্ডিবাঁধা জীবনের সব রক্তপাত

সার্থকতা পাক এ মানুষ-জন্ম।


No comments:

Post a Comment