Monday, 12 October 2020

বাপ্পাদিত্য রায়বিশ্বাস ,কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০

 

 

সংক্রমণ

যদি চোখের শাপলাঘাটে 
এক অনাবিল ফুঁয়ে 
উড়িয়ে দিই পড়ে থাকা খড় ,  
                                       তোমার অসুখ হবে? 
যদি ন্যুড লিপস্টিক ছুঁয়ে ফেলা কর্ডলেস মাইক 
হাতে তুলে জানতে চাই কেমন আছ, 
             আমার ফুসফুসে ঘনিয়ে আসবে মেঘ? 
শুনতে না পাওয়ার অছিলায় 
কতবার মুখের কাছে এগিয়ে এনেছ গাল,  
আমায় সিরামের গন্ধে বুঁদ ক'রে  
 পালক-পায়ে চষে ফেলেছ 
                                 লবঙ্গ-দারচিনির বাগান
সে কি সংক্রমণ নয়? 
ক্যানভাস কাপড়ের চলমান চাঁদোয়াটা 
যদি শ্রাবণের প্রথামতো ঘিরে নেয় জলের দেয়ালে,  
তুমি কিওস্কে ঢুকে এসো 
চোখে চোখ রেখে আমাদের 
                          শুরু হোক শ্বাসরোধী খেলা...
কখনও তো এ খেলায় 
                  বাঁচামরা নিয়ে তুমি 
                                           দু'বার ভাবোনি !  
 


No comments:

Post a Comment