Friday 16 October 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,










ভুলে যেতে শেখো





ভুলে যাও, ভুলে যেতে শেখো
ভুলে যাও, ভুলে যেতে শেখো

মনে রাখলেই মনে মনে
ছড়িয়ে পড়বে হাজার ডালপালা
শিকড় যাবে গভীর থেকে আরও গভীরে
লক্ষ লক্ষ খণ্ড হয়ে ভেঙে পড়বে

এখন তো গুটিয়ে নেবার পালা
চারপাশ আজ বড় ছোটো হয়ে আসছে
এক উঠোন ভেঙে বার ঘরে ভাগ হয়ে যায়
কোথায় তুমি আর কোথায় তোমার
ফেলে আসা শৈশবের মার্বেল,
বেনেপুকুরের পারে সারি সারি আমগাছ,
গামছায় ধরা বেলেমাছ আর
হাঁটুকাদা কৈশোরের উঠোন ?

এসব আজ আর কেউ মনে রাখে না
মনে রাখলেই ছড়িয়ে ছড়িয়ে যাবে
ছড়িয়ে গেলেই বেড়ে যাবে মায়া

ভুলে যাও, ভুলে যেতে শেখো
ভুলে যাও, ভুলে যেতে শেখো ।

No comments:

Post a Comment