দশমী
সব কথা সেই বাকি থেকে যায় বলা,
'বুক' মানে; সেই মন'কে চেরাই শব্দ!
মেমরি কার্ড'টা বাতিল চেয়ার পাশে,
'দশমী' মানে'ই একলা চলার শর্ত।
ইশতেহারে ধুয়ে গেছে সব খুশি,
লাল শাড়িতে ভাঙা আলোর সাজ;
পেঁজা তুলো আকাশ ঢেকেছিল,
চিয়ার্স করেছি দুঃখ বারোমাস।
'মাতৃপক্ষ শখের দামে কিনে,
শহরের ছাদে ট্যাক্সি, অটো তারা-
তবুও যারা ছন্দ ভেঙে হাঁটে;
'দশমী' তাদের সঙ্গ হয়নি ছাড়া ।