প্রত্যয়
সম্ভাবনা জেগে থাকে অলীক হাওয়ায় ওড়ে
দুরন্ত অভিলাষ ।আলসেমি মুছে যায় প্রচণ্ড
রকবাজ । ক্রমে রোদ্দুর ঘনায় মেঘেরা অদৃশ্য
যখন ।উঠোনে আলোক মালা খেলে ডালিম
গাছের ছায়া খাড়া এক পায় , ডাহুক ডাকা দুপুর
যেন অন্তিম শয্যায় । তরূণ কবি শুষে নেয়
সমূহ নির্যাস ,আগামী শতক কবিতা হবে
নিটোল তারুণ্যময় ।
No comments:
Post a Comment