Showing posts with label বাংলা লিরিক. Show all posts
Showing posts with label বাংলা লিরিক. Show all posts

Wednesday 7 July 2021

শ্যামশ্রী রায় কর্মকার, বাংলা গানের লিরিক

 




ছাদবৃষ্টির প্রহরে


শহরের ছাদে বৃষ্টিরা আসে, ফেরে না

ছাদের গল্পে পাদটীকা হয়ে থেকে যায় 

সিঁড়ির জ্যামিতি শিখে নেয়,বুকে হাঁটতেও

তোমাকে গোপনে আরেকটু ভালবাসতেও


এই শহরের বুলেভার্ড জানে, প্রতিদিন 

রোদ্দুর কার পাশে হেঁটে হল বেদুইন 

হাওয়া কাদেরকে ভেজা চোখ দিয়ে ছুঁয়ে যায়

কাকে বৈশাখে একলা করেছে ইশারায়


কতদিন আগে ছেড়ে এসেছিলে বাসস্টপ

ঠোঁটের প্রহরে থমকে দাঁড়ানো হার্ড রক

গ্রুপ থিয়েটার, কথার বাক্সে রাখা মন 

স্ট্রবেরি বিকেল, সুমনের গানে গ্লাসনস্ত  


সময়টা হোক মার হাতে বোনা সোয়েটার 

শ্রাবণের মেঘে রশিদ খানের বন্দিশ

শঙখ ঘোষের কবিতার মতো চুপ-রঙ

জলের ওপরে দু এক লহমা গাঙচিল 


 


Tuesday 1 December 2020

বাংলা লিরিক, শ্যামশ্রী রায় কর্মকার




আইসক্রিমের মতোন চাঁদ

শ্যামশ্রী রায় কর্মকার 


যদি উঠতো রাতে আজ আইসক্রিমের মতোন চাঁদ

কোল্ড কফির কাপে ঝরতো রূপকথা

এই তরুণ অগাস্ট মাস চিঠিতে লিখতো মেঘের শ্বাস 

বন্ধ কাচের গায়ে জলের চুপকথা

নিকনের লেন্সে জুম ইন ছাদ, ভাঙা কার্নিশ, ঠোঁটের প্রমাদ

হাতব্যাগের ভেতর টাটকা কবিতায় 

উড়ুউড়ু চুল, ভোরে বাইপাস, গাড়িতে হাতের ওপর হাত

আর নিরুদ্দেশের সঙ্গে বন্ধুতা

পকেটের গোপন সাবমেরিন, দুফোঁটা বেহিসাবের দিন

কথাদের পিঠের ওপর উড়ুক্কু বাওবাব 

খামের ভেতর মনখারাপ, ওপরে সমুদ্র নীল ছাপ

ডুবজলের এ গান তোমাকেই দিতাম