Sunday 18 October 2020

শীলা বিশ্বাস , গদ্যকবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


বিষাদতারা ও সহিস

                  

বল্গা খুলে দিতেই ঘোড়া দুটি গিরিখাত পেরিয়ে সেরিঙ্গিটির জঙ্গলে মিলিয়ে গেলো। খুরের শব্দে খোয়াবনামা লেখে ছায়াঘূর্ণি যেখানে আড়াই চালের কোনও কোর্ট নেই। আস্তাবলের দিকে তাকিয়ে থাকে সহিস। ঘোড়া ছুটিয়ে কেউ এলে নাম দেয় চেঙ্গিস খাঁ। হ্রেষার ভিতর মিশে থাকে হাসি ও হাহাকার। নালের কাঠিন্যে শক্ত হয়ে ওঠে চোয়াল। ঘাসের সবুজ ক্রমশ ফ্যাকাসে হয়ে আসে। মৃত ঘোড়ারা মধ্য যামে বিষাদতারা হয়ে জ্বলে নিভে যায়। ঘোড়াকাতর সহিস পরিখাহীন নীল রাজপ্রাসাদে প্রবেশ করে ছুঁয়ে দেয় আকাশ।

No comments:

Post a Comment