Showing posts with label সুবিৎ. Show all posts
Showing posts with label সুবিৎ. Show all posts

Monday, 19 October 2020

সুবিৎ, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


সময় 


তারপর সেই প্রায় অন্ধকার কোণটায় আমরা গিয়ে বসতাম। আমি আর আমার বন্ধু। 
আজ যার মনে নেই চোখ , নাক , কান। 

সেখানে শিশুর গায়ের মত নরম সবুজ শ্যাওলা আমাদের পেছন ভিজিয়ে দিত। 
কাছেই জং ধরা রোড-রোলার , ঘটঘটাং। 

এইখানে মাঠ এবড়ো খেবড়ো এসেছে রাস্তায় । দূরে একটিমাত্র গাছ নিয়ে আমাদের , পরিচিত আমের বাগান। 
ভূতুড়ে হস্টেল। স্মিতি শপের প্রাচীন দেয়াল। কিছু বিক্ষিপ্ত ফার্ণ।

তারপর সেই প্রায় অন্ধকার কোণটায় 
বিশ বছর পর গিয়ে বসলাম আবার।

আমার বন্ধুর নাম এখন , নির্জন। 
আলোচনায় বিশুদ্ধ কবিতা , যেমন থাকত।
সঙ্গে কিছু ঠোঙায় দৈন্যের অনুপান 
কালচে বাদামী দুঃখিত কেলাস। 

খুললাম আমার
কালো খাতা , নীল হরফ , হলদে পাতা

আর ওর হাতে কেবল , সেই চিরপরিচিত বই  ....

আনিসুজ্জামান।


Wednesday, 1 July 2020

সুবিৎ ব্যানার্জীর কবিতা, সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০





ভাঙন
সুবিৎ

শোকেরও তো রোমন্থন লাগে।
কতখানি মাটি গেল ঝুপ ঝুপ
গড়ান বানের রাতে,
উঠে দেখতে হয় বারে বার।

বড় মশা ও মাছির উপদ্রব হয় এ সময়।
কাঠের তক্তাপোষ আড় হয়ে দোলে
তিনটে ঠ্যাঙের দাগে।

চন্ডাল ! আলো জ্বালো আগে...
হিম হিম বর্ষার রাত ,
যেকোন কাজে জানোইতো বড় করে আগুন লাগে।

বিপ্র সনাতন গান ধরো ভাই , প্রাণ ভোলে সুরে সুরে
ভোর হবার খানিক আগে।
মাতলা নদীর বাঁক... নেতা ধোপানির ঘাট
সোমত্ত নারীর মত ডাকে , অন্ধকার ফাঁক।

নিজের ছায়ার গায়ে কতক্ষণ হাত বোলানো যায় আর এভাবে!