Monday 19 October 2020

শ্যামশ্রী রায় কর্মকার, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


নাম

শ্যামশ্রী রায় কর্মকার 


মানুষ চেনার চিহ্ন খুঁজে খুঁজে বেলা বয়ে যায় 

কী দিয়ে চিনব তাকে

নাম?

লক্ষ্মী , লিলিথ, জন , মুহাম্মদ, রাম

নামের গোপন ভারে কারো কারো পিঠ ভেঙে পড়ে 

কারো কারো জাদু আয়নায় 

পলকে  বদলে যায় চেনা অবয়ব 


নামের শিকড় 

বেয়ে বেয়ে নেমে যাই অতীত গহ্বরে

একেকটি ইশারা  যেন

কালখণ্ড, স্রোত 

একেকটি শব্দের কাছে বারবার ফিরে যাই

শুনি

অহম, ঝড়ের রাগ, বিষাদ ও বিদ্যুৎ 









 

 

4 comments: