সৌরজাল
স্মৃতি ও শরীর,
তোমাকে পেয়েছি আমি সূর্যাস্ত বেলায়
যেভাবে জলেরা ফেরে সন্তরণ শেষে
যেন সেও এক মাঝি নিজের ভেতর
ডুবো জাল ফেলে দেখে প্রকৃত বন্দর
এমনই অতল দেশে আলো নিভে গেলে
সীমানা পেরিয়ে জাহাজেরা ডুবে যায় সমুদ্র প্রবাহে
সেইসব সুষুপ্তি পেরিয়ে মনে পড়ে
ছিলাম সূর্যের দেশে, লক্ষ লক্ষ জীবাশ্ম কণায়
আকাশের অমূল্য শূন্যতা চুরি করে
স্বয়ং ব্রহ্ম ও আমি
অন্ধকার লোভে পালিয়ে এসেছি
যুগ যুগ ধরে তাই সূর্যকণাদূত হন্যে হয়ে খোঁজে প্রতিটি অনন্তে আমাদেরই লুপ্ত পদছাপ
সৌরকণাদের এই অন্বেষণ হেতু
সূর্যের আলোক এসে পৃথিবীতে পড়ে...
ছবিঃ শুভব্রত চৌধুরী