Sunday 18 October 2020

অঙ্কুশ ভৌমিক , কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০, ভাস্কর্যে রামকুমার মান্না

 


 

নির্মম




বৃষ্টি
বিকেল
মৃত্যু
প্রেম
পরাজয়

আমি বাগান থেকে আগাছা তুলে
একটা বাহারি গাছ বসাই।



(২)

কবিতা


কিছু শব্দ
হয়তো একটু গোছানো
কিংবা কিছুটা ছড়ানো
নোংরা, বিচ্ছিরি, যাচ্ছেতাই

কয়েকটা খিস্তি
আর,
কয়েকটা
হেরে যাওয়া মাতালের সংলাপ

কখনও আমি জিতে যাই
কখনও কবি
 
 ভাস্কর্যে রামকুমার মান্না

No comments:

Post a Comment