আত্মনির্ভর
কোনো কোনো রাত মৃত চাঁদের কবর খোঁড়ে
যে বিষ গিয়েছে বয়ে শিরায় শিরায়
তার গোপন আস্তিনে আছে অভিশাপ
আমি নিরস্ত্র যুদ্ধে নামি একা
এই কি ক্ষাত্রধর্ম
দুন্দুভি -দামামা
সাত পুরুষের হাহাকার
শিয়রে তান্ডব এই
দিন মাস বছরের পরে
অযুত বছর আরও
যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা জীবন্মৃত যেন।
No comments:
Post a Comment