Monday, 19 October 2020

জয়িতা মুখার্জি,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,

 


 আত্মনির্ভর



কোনো কোনো  রাত মৃত চাঁদের কবর খোঁড়ে 


যে বিষ গিয়েছে বয়ে শিরায় শিরায় 

তার গোপন আস্তিনে আছে অভিশাপ

আমি নিরস্ত্র যুদ্ধে নামি একা 

এই কি ক্ষাত্রধর্ম   

দুন্দুভি -দামামা 

সাত পুরুষের হাহাকার 

শিয়রে তান্ডব এই

দিন মাস বছরের পরে 

অযুত বছর আরও 

যুদ্ধক্ষেত্রে  পড়ে  থাকা জীবন্মৃত যেন। 



No comments:

Post a Comment