Tuesday, 20 October 2020

অজিত বাইরী কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 



দাঁড়ের পাখি

 

দাঁড়ের পাখি, তুমি কি উড়তে চাও?

ডানায় ভর করে পার হতে চাও আকাশের পর আকাশ?

তুমি কি জান না, আকাশেও হানা দেয় ঝড়-বাদল?

বজ্রবিদ্যুতে ছিঁড়ে ফেলে আকাশের বুক?

তুমি স্বপ্ন দেখেছ সুদূর নীল আকাশের

স্বপ্ন দেখেছ অনন্ত মুক্তির

নেই শিকলের বেড়ি, নেই সারি সারি গরাদের শিক

দাঁড়ের পাখি, দ্যাখো কী নিশ্চিন্ত জীবন তোমার!

না আছে দানাপানির অভাব, না আচ্ছাদনের

সুখের সমস্ত উপকরণ সাজানো থরেথরে

তবুও মন বসে না দাঁড়ে!

আকাশ কি দেবে নির্ভরতা?

আকাশ কি দেবে নিশ্চয়তা জীবনযাপনের?

সকালের উজ্জ্বল আকাশ বদলে যায় বিকেলের ঝঞ্ঝায়

নিবিড় নক্ষত্রের রাত মুছে যায় মেঘের কালো পোঁচে

এত অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিতে চাও

আমি ভেবেছি, যা যা চাও, সব দেব

অলংকারে ভরে দেব গা 

ভ্রমণের আনন্দ দেব

সংসার ভরা স্বাচ্ছন্দ্য দেব

শুধু আকাশ চেও না

দাঁড়ের পাখি, তুমি আমার কাছ আকাশ চেও না


No comments:

Post a Comment