Showing posts with label চন্দন বাসুলী. Show all posts
Showing posts with label চন্দন বাসুলী. Show all posts

Wednesday, 20 January 2021

চন্দন বাসুলী,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,


 



 
 
শুকনো কাশি ও বার্ধক্য
 

যেভাবে অসাধু অন্ধকার নেমে আসে 
                                      গেরস্থের উঠোনে 
ঠিক সেভাবেই বাবার জটিল বার্ধক্য
খুস-খুস শুকনো কাশিতে 

ক্ষেতের এক কোণে রেখে আসা রোমাঞ্চকর সন্ধ্যা
ফিরে আসে একটা কষ্টের রাত হয়ে 
                                          আস্তে- আস্তে,গোপনে 
খড়ের চাল আর কড়িকাঠের ভিতর দিয়ে 
চুপি-চুপি প্রবেশ করে হেঁসেল থেকে শোবার ঘরে 

সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর 
আমার বাবা কখন যে পরম ঘুমে ঘুমিয়ে পড়ে 

আলসারে ভুগতে থাকা মা টেরও পায় না !

Tuesday, 6 October 2020

চন্দন বাসুলী , কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 

 

দুঃখবীজ


আমার জন্ম মুহূর্তে 
যে দুঃখবীজ রোপণ হয়েছিল
শৈশবে তারা বৃক্ষ

যৌবন পরিপূর্ণ 
বেশুমার কষ্ট-ফুল
আর কৃষ্ণবর্ণ যন্ত্রণা-ফলে 

বার্ধক্যে খসে যাবে
সকল অভিজ্ঞ পাতারা 
হরিদ্রাভ শরীরী ভাঁজ নিয়ে 

হয়তো সেদিনই খুঁজে পাব 
আঁতুড় ঘর থেকে পিস-হ্যাভেনে 
যাওয়ার একমাত্র ঠিকানা 

যার নাম শ্মশান অথবা মৃত্যুর পরের স্টেশন!

Monday, 6 July 2020

চন্দন বাসুলীর কবিতা, সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০




আশ্রয়ের অবর্তমানে 

চন্দন বাসুলী


এখানে কোনো পাহাড় নেই
কোনো নদী নেই
কোনো জঙ্গলও নেই

আছে বিস্তীর্ণ একটা মাঠ 
কোথাও সবুজ 
কোথাও ধু-ধু ফাঁকা 

অদ্ভুত নির্জনতায়
যেন সঙ্গীহীন দাঁড়িয়ে আছে 
আকাশের মুখে চেয়ে 

এসবের কাছেই বার-বার যাই 
আর ফিরে আসি,ফিরে আসতেই হয় 
একা কোনো জায়গায় বেশিক্ষণ থাকা যায়না 

যখনই গিয়েছি ওদের কাছে
আমি চেয়েছি 
শুধু চেয়েছি 

কেউ তো আসুক - একেবারে নতুন কেউ
যার কাছে নিশ্চিন্তে থাকা যাবে 
অসুখী বিকেল গুলোতে
বাবা নামের আশ্রয়ের অবর্তমানে !