Sunday 18 October 2020

মৃত্তিক গোপী, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


 রাঙাবউ



কিছু শালিক এসে রোদের ঘ্রাণ নিয়ে যায় আউশ ধানের ভিতর থেকে,,
কিছু ঘুম ছুটি নিয়ে বিশ্রামে এলিয়ে দিচ্ছে গা
এ দুপুর বিবর্ণ রঙ মেখে রাঙাবউ হাঁটে দূরের দিগন্তে 
কাছে আসে গন্ধময় একপশলা সোহাগ নিয়ে।
চৈত্রের দুঃখগুলোকে কাছে নিতে গিয়ে, 
আমরা ভাগাভাগি করেছি কতক নিবিড় কথোপকথন ।
বেলাশেষে মেঘটুকু আকাশে শুয়ে  বিভোর হয়ে যায় ভীষণ 
সূর্যের রঙ মেখে গাঢ় লাল হোক এ সন্ধ্যার আকুতি,সুখ, প্রেম।
আধো আধো স্পর্শে বিলীন হয়ে যাও , ঘনতর ছায়ায়, মায়ায়।
রাঙাবউ, শালিকজন্ম পান করো,শালিক হও
আমাকে ঘ্রাণ ভেবে ভালোবেসে যাও।
চঞ্চুবিলাসী হলুদ মেখে দাও, নিগূঢ় সঙ্গোপনে।


No comments:

Post a Comment