Sunday, 18 October 2020

মৃত্তিক গোপী, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


 রাঙাবউ



কিছু শালিক এসে রোদের ঘ্রাণ নিয়ে যায় আউশ ধানের ভিতর থেকে,,
কিছু ঘুম ছুটি নিয়ে বিশ্রামে এলিয়ে দিচ্ছে গা
এ দুপুর বিবর্ণ রঙ মেখে রাঙাবউ হাঁটে দূরের দিগন্তে 
কাছে আসে গন্ধময় একপশলা সোহাগ নিয়ে।
চৈত্রের দুঃখগুলোকে কাছে নিতে গিয়ে, 
আমরা ভাগাভাগি করেছি কতক নিবিড় কথোপকথন ।
বেলাশেষে মেঘটুকু আকাশে শুয়ে  বিভোর হয়ে যায় ভীষণ 
সূর্যের রঙ মেখে গাঢ় লাল হোক এ সন্ধ্যার আকুতি,সুখ, প্রেম।
আধো আধো স্পর্শে বিলীন হয়ে যাও , ঘনতর ছায়ায়, মায়ায়।
রাঙাবউ, শালিকজন্ম পান করো,শালিক হও
আমাকে ঘ্রাণ ভেবে ভালোবেসে যাও।
চঞ্চুবিলাসী হলুদ মেখে দাও, নিগূঢ় সঙ্গোপনে।


No comments:

Post a Comment