Monday 12 October 2020

উদয় শংকর দুর্জয় ,কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০

 

সবই ছায়া হয়তো আবছায়া
 

সেপথ অনেকটা দূর পার করে এসে দ্যাখে, 
এক আকাশ মায়াচ্ছন্ন ছায়া ফেলে গ্যাছে ভুলো পাখি। সব ছায়ারই একটা 
আলাদা গল্প থাকে। একটি অস্তিত্বের বাহ্যিক অবয়ব 
যাকে আমরা ছায়া মনে করে পায়ের নিচে পিষে ফেলি। 
তা আদতে একটি অস্তিত্ব, একটি সৃষ্টির প্রকাশ। 
একটি রঙের আড়ালে আরেকটি রঙ।

চাঁদ যেমন পাশাপাশি হেঁটে যায় ঠিক ছায়াও। 
আলোরা নেমে আসে ঝর্নামাদলের দল নিয়ে, 
ছায়ারা লুকিয়ে যায়া উতসবের আড়ালে। বিহবলের 
বৃষ্টি নামলে বৈধব্যের রঙ মুছে আবার নামে ছায়ান্ধাকার। 
শোকেরও তাপ থাকে, মেঘের অনুযোগ থেকে 
পাতায় ভর করে ছায়াপরাগ নামে। 

মৃত্যুর হয়তো কোনো ছায়া নেই, আবছায়া আছে। 
কোনো বর্ণ নেই, কিন্ত নিবিড় কলতান আছে। 
কোনো কিছু অতিক্রম করার নেই। শুধু পড়ে থাকে 
অস্পষ্ট হ্রদ দীর্ঘ ছায়ার মতো, যেখানে পারা ওঠা আয়নায় 
লেগে থাকে ঝাপসা চোখ। 



No comments:

Post a Comment