Sunday 18 October 2020

গৌতমকুমার গুপ্ত, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


আলোর ভাষা

আলগোছে নামিয়েছো আলো
যেন পড়ে না যায়
আঁচলে বেঁধে রাখো ভাষা
যেন হারিয়ে না যায়

ভালবাসা তেমন কাঁচের ভঙ্গুর হলে
নিম্নবিত্ত হতে হয় নিজস্ব প্রমুখে
লোহার নিরেটে দৃষ্টিটুকু না হয় থাক
শ্রবণের অবিশ্বাস আরো বায়ব হোক

আগোছালো নয় শরীরী কবিতা
অলংকারে সাজানো নখের লাবণ্য
চুলের কৃষ্ণবর্ণ পেশী ঠোঁটের স্থাপত্য
শাড়িতে জমানো থাক পয়স্বিনী সুধা

হুকে গাঁথা অন্তর্বাসে যন্ত্রণা ফুটে থাক
বোতামের পরিধিতে আঙুলের মিহি পেষণ
ভালবাসার সুখ দাহ্য হলে চোখে ঘুম পায়
আলোর ভাষায় একটি সুপুষ্ট চুম্বন রেখে আসে

No comments:

Post a Comment