কলসি কথা
বেলা যায়। নিত্যদিনের সেবক এসে
রোদ ধরে রাখে কলসিতে।
জীবিত জ্বলন্ত নারীরা এখন আকাশ থেকে
নামে সরাসরি নদীপাড়ে।
চারপাশের গাছপালা বিপ্লবীর মত বন্দুকের
নিশানা আড়াল করে দাঁড়ায়
এই যে ভালো থাকার জন্য কত আয়োজন অবশেষে থাকাও যায়না ভালো
অথচ রোজ রোজ মিহি মোটা বিপুল উন্মাদনা,
বেলা যায়,তেষ্টা পায় না ;জল পড়ে থাকে কলসিতেই।
ভাস্কর্যে রামকুমার মান্না