রাক্ষস
নদী সর্বভুক;
আমারই মতন
সে আমায় খেতে চায় প্রকাশ্যে,
আমি গোপনে–
নদী আমাদের জমি উঠোন পথ গিলতে গিলতে
হাত বাড়ায় ঘরের চালে, সঞ্চয়ের ধানে–
তবু তাকে ভালোবাসি।
যে যন্ত্রণা দেয় তাকেও ভালোবাসা যায় প্রাণের অধিক;
যেন প্রসবযন্ত্রণার আর্তনাদে শিখিয়ে দিয়েছে মা...
শিখিয়ে দিয়েছে,
ভালোবাসার মানুষ রাক্ষস হলেও তাকে ভালোবাসা যায়,
নিজেকেই বেড়ে দেওয়া যায় তাঁর পাতে, অনায়াসে...