Saturday 17 October 2020

প্রত্যূষ কর্মকার, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 



দু'একটা রঙিন শব্দ


একটা কবিতা লেখা কঠিন কিছু নয়,

এই রূপালি বৃষ্টি থেকে ওই গহীন খাত

এই সম্পর্ক থেকে ওই গভীর স্বপ্নে ডুবে যাওয়া

এই প্রিয় মুখ থেকে দুটো রঙিন শব্দ শোনা

এইটকু কুড়োতে কুড়োতে

এ বারান্দা ও বারান্দা, দরদালান পেরোতে পেরোতে 

কখন যে দিন পেরিয়ে যায় উঠোনের জ্বলে যাওয়া ঘাসে,

পুরনো স্মৃতির মত এক চিলতে রোদের আলো 

পর্দার ফাঁক দিয়ে ঘরের মেঝেটিতে পড়ে

তুলসীতলায় নৈবেদ্যর থালায় ফুটে ওঠে সন্ধ্যের পয়ার

শালের বনে গর্ভিনী সন্ধ্যা নেমে আসে শুধু একটা কবিতার জন্ম দেবে বলে

অনেক গোলাপি সাদা মাধবীলতার পর এবার হাওয়ায় হাওয়ায় ফুটে উঠছে হেমন্তের ছড়

তুমি টুকরো টাকরা আলো, সাঁঝের শঙ্খধ্বনি  ভোরের শিউলি এমন ভাবে আঁকড়ে ধরে আছো যেন এক মন্থন প্রাপ্ত শপথ

এর থেকে বেশি কিছু বলা অনধিকার প্রবেশের মত,

দু হাতে দড়ির দাগ-

কবি গোপনে এঁকে রাখছে অনাগত শ্রাবণের রথ

No comments:

Post a Comment