অভিযাত্রা
মুহূর্তের আগলঘেরা আত্মকথায় ছুঁয়ে থাকি ঘর
লুকোনো চিলেকোঠা, সান্ধ্য রূপকথা যেন পরস্পর —
সনাক্তকরণ শেষে ধ্রুবকান্তির স্পর্শে দীর্ঘকায়
অস্পষ্ট পৃথিবীজুড়ে ক্রমশ বৃষ্টি হতে চায় —
অনন্ত শূন্যতার যত মায়ামেঘ, আমি তাকে দেখেছি একাকি
তাকে তুমি খুঁজে নিও, হে আমার
বিষাদের পাখি...
No comments:
Post a Comment