Monday 19 October 2020

পার্থসারথি,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,

 


 

 

 অগণতান্ত্রিক


আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যে পথনির্দেশক 

সেই গণতন্ত্রের থেকে 

যা পথভ্রষ্ট করে 


আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যা সীমান্তে দেশকে রক্ষার স্বাধীনতা দেয় 

সেই গণতন্ত্রের থেকে 

যা ভোটবাক্সে আমাকে পরাধীন করে রাখে 


আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যা এক রাষ্ট্র এক আইন প্রণয়ন করে 

সেই গণতন্ত্রের থেকে 

যা দিশাহীন  রাস্তায় হাঁটে ক্ষমতার লোভে 


আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যে দেশদ্রোহীর মাথায় বন্দুকের নল ঠেকায়  

সেই গণতন্ত্রের থেকে 

যা মানবাধিকারের নামে দানবদের সুরক্ষা দেয়


আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যে শ্রমিকদের ক্লান্ত পায়ের খবর রাখে

সেই গণতন্ত্রের থেকে 

যা আকাশ ছুঁতে চায় 

 

আমি সেই স্বৈরতন্ত্র কে অনেক বেশি প্রাধান্য দেই

যে আমার দেশের স্বাধীনতাকে বিক্রি করে না 

সেই গণতন্ত্রের থেকে 

যা আমাকে কিনতে চায়


তবু...



No comments:

Post a Comment