Sunday, 18 October 2020

নতুন লেখা নতুন কবিতা, বই আলোচনা, পৃথা চট্টোপাধ্যায়, সাহিত্য এখন শারদ ২০২০,

 




যে কবিতা জলোচ্ছ্বাসে আছড়ে পড়ে বহুরৈখিক বিচ্ছুরণে উজ্জ্বল (কিছু বই কিছু কথা )



এই বছর (অর্থাৎ 2020) কলকাতা বইমেলায় সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ও মল্লসাহিত্য -ই-পত্রিকার সম্পাদক অভিজিৎ দাস কর্মকার আমাকে পড়তে দিয়েছিল এই বইমেলায় প্রকাশিত তার তিনটি কবিতার বই 'জিরো দশমিক', '১টি অরাজনৈতিক স্টালিনসন্ধ্যা', ও 'বিবস্ত্র শব্দের Soliloquy'। কবিতা লেখার সুবাদেই অভিজিতের সঙ্গে আমার পরিচয়। আমি কবিতা পড়তে ভালোবাসলেও এই বই তিনটি পাওয়ার সাথে সাথেই এর কবিতাগুলি পড়ে ফেলতে পারি নি। ধীরে ধীরে পড়েছি। কারণ 'অক্লান্ত ব্যাকরণ শাড়ির কুঁচির শিউলি গন্ধে প্রত্যয় প্রত্যাশা আর প্রতীক্ষার অব্যক্ত কথা' বলে অভিজিতের কবিতা। তার কবিতার রূপ, শব্দের ব্যবহার, উপস্থাপনা ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন স্বাদের । তার কবিতা পড়ে সাধারণ আধুনিক চিন্তাধারার কবিতা পাঠের পাঠককে থমকে যেতে হয়। 'সমস্ত দুপুর থেকে অভিসন্ধি ব্যাসার্ধ ক্রমশই নাব্যস্রোতা।/ শ্বাসকষ্ট দরজায় knock করছে , কদর দান may I come in?' কবিতাগুলিতে এই সময়ে দাঁড়িয়েও তথাকথিত আধুনিকতা নয়, তার চেয়েও বেশি কিছু সে বলতে চেয়েছে বলে আমার মনে হয় যখন পড়ি 'ঝড়ের পরে আলো ফুটলো ব্ল্যাকস্টোন আগরবাতির গন্ধে' অথবা 'নগ্ন নারীরাও সোহাগিনী/ঈশ্বর আসেন, পকেটে খুচরো সময়/এক একটি বীজ মধুমেহ/ সমাজ রোগ'... , স্থিতাবস্থার প্রথা ভেঙে কবিতার শব্দগুলি চেতন ও চিন্তনের ক্ষেত্রে ক্রমাগত সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ে বহুরৈখিক ভাবনার বিচ্ছুরণ ঘটায়। 'মে মাসের বৃত্তাকারে দাঁড়িয়ে... অক্ষরবৃত্তের আহ্নিকতায় অভিযোজিত হচ্ছে বয়স' তা সে স্পষ্ট দেখতে পায় । '৬৮০৪৪ আপ খড়গপুর ফার্স্ট প্যাসেঞ্জার ' এবং তার 'জামার মাননীয় সাদা রংটি অভিমানে ক্রিয়ার কাল' হয়ে দাঁড়ায়। 'ধ্রুবতারার সমকক্ষ একটি ফড়িং' একথা অনায়াসে লিখে ফেলতে পারে সে। তার কবিতার শব্দ ও চিহ্নগুলি মনের মধ্যে এক দীর্ঘ চিন্তার সূত্রপাত ঘটায়। চিত্রকল্প তৈরি হয় এবং তা খুব দ্রুত পরিবর্তিত হয়ে এক নতুন চিত্রকল্পের সৃষ্টি হয় । 'কয়েকটি বিষয় আর পরিপূরক বৃষ্টিগুলো শিল্পবোধসম্পন্ন', 'কাশির সাথে মিশছে লুব্ধকের ছায়াপথ', 'এরপরও কাল বিকালটা পিথাগোরাসের সাথে কাটাবো ' অভিজিতের কবিতার এই ধরনের পঙক্তিগুলি পড়লে মনের মধ্যে এক নতুন অনুভবের অনুরণন সৃষ্টি হয় ।

১| কাব্যগ্রন্থ -জিরো দশমিক (প্রকাশক :বইতরণী, মূল্য ৬০ টাকা) কবি -অভিজিৎ দাস কর্মকার
২| কাব্যগ্রন্থ- ১টি অরাজনৈতিক স্টালিনসন্ধ্যা ( মল্লসাহিত্য প্রকাশনা, মূল্য ৪০টাকা)
৩| কাব্যগ্রন্থ -বিবস্ত্র শব্দের Soliloquy( প্রকাশক ৯নং সাহিত্য পাড়া লেন, মূল্য ২০ টাকা)

No comments:

Post a Comment