Monday, 19 October 2020

মধুসূদন দরিপা,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,

 


সাপ


সাপের গর্ত খুঁড়ে 
ঝাঁপির সাপটি  খোঁজে 
আজও রোদে জলে
 সাপুড়ে  বাবুরাম 
জলে কি জঙ্গলে 
ঝোপে কি কেয়াফুলে 
কোথাও নেই আজ 
সাপের নাম 
ইটের পরে ইট 
মাঝেতে মানুষ কীট 
সাপটি মারা গেছে
 সুনিশ্চিত 
আল্লা সাপ দে 
আল্লা সাপ দে 
শূন্যে কেঁদে মরে
 সাপুড়ে গীত 
সাপকে ডেকে আনা 
গোপন মন্ত্রগুলি 
সঙ্গে নিয়ে গেছে
 মানিকলাল 
একটি সাপ নয়
 এক শো কাজের দিন 
খুঁজছে গুণিন ঘর 
বছর সাল 

নাগিনা  বীন বাজে
 সাপেরা বেঁচে ওঠে 
চমকে দ্যায় এক 
জন্ম লাফ 
সাপের জামাটি  ছেড়ে 
মানুষ জামাটি  পরে 
নতুন জন্ম নেয় 
কুটিল সাপ

No comments:

Post a Comment