দৃশ্য
নেভানো মুঠোর থেকে
কতটুকু দৃশ্য নিতে পার !
এখন যাপনবৃত্তে বাতাসিয়া
লুপ -দৃশ্যান্তরে যেতে পারো
কুয়াশা বা রোদ ব্যবধানে।
বটের প্রশস্ততল জিরেন দুপুরে
যে বাউল নিদাঘ সহনে সুরে সুরে
বেঁধেছিল পথ,
দৃশ্যটুকু পড়ে আছে রোদার্ত বিরানে,
সে বৃক্ষ পাখির ঠোঁটে উড়ে
ছায়াতল রেখে গেছে সন্ততি শরীরে।
আমাকে শীতলে রাখো , জলছিন্ন মীন-
দৃশ্যান্তরে হিমায়িত হব।
হাতফেরতা অটুট আদলে
জনৈক অভিজ্ঞ শেফ দ্বিতীয় হননপর্বে এতটুকু রক্তাভা পাবে না।
সুদৃশ্য ডিনারপ্লেটে শালীন ছুরির চাপে
স্বাদু চোখ প্রেমিকাকে দিও,
বাঁ হাতের চঞ্চল হলে তীব্র জঙ্ঘায়
অবাধ্য চারণকালে বোলো তাকে -
' তুমিই প্রথম.....'
ভাস্কর্যে রামকুমার মান্না