Showing posts with label শ্যামাপ্রসাদ লাহা. Show all posts
Showing posts with label শ্যামাপ্রসাদ লাহা. Show all posts

Tuesday, 23 April 2024

শ্যামাপ্রসাদ লাহা

 


ঘাট



ভিজে শাড়ি থেকে ফোঁটা ফোঁটা জল

গড়িয়ে যায় বাঁধানো ঘাটের মোহনায়-

শ্যাওলার পিচ্ছিলতায় জলতরঙ্গ জাল বোনে।

সদ্য বিবাহিতা মেয়েটি  জলে নামে-

তারপর আলতা পরিয়ে দেয় ঢেউয়ের পায়ে।

দুপুরের কড়া রোদে ঝরে পড়ে শুকনো পাতা

টুপটুপ করে; ঝোপ থেকে বেরিয়ে আসে

হাওয়া কোনও এক চরিত্রহীনের ছদ্মবেশে;

আমি ঘাট হয়ে বসে থাকি স্মৃতির অধিকারে

আমার ঘাড়ের উপর পা রেখে চলে যায়-

সদ্য জলে ভেজা বাসর রাত ...............।