Showing posts with label মুদ্রিত সং্খ্যা থেকে. Show all posts
Showing posts with label মুদ্রিত সং্খ্যা থেকে. Show all posts

Wednesday, 16 October 2024

গৌরব চক্রবর্তী

 


সুরা ও চুম্বনের কবিতা 



শূন্যতা কখনও সাদা হয়তো কখনও গাঢ় নীল

কে তাকে করেছে পান কে তাকে মেখেছে সারা গায়ে?

পূর্ণতার দেহ থেকে একদিন রং খসে যায়

কবিতার ছন্দ থেকে মুছে যায় সব অন্তমিল 


সন্দেহ কখনও শ্লথ আবার কখনও দ্রুতগামী 

বিষ ও বিষয় নিয়ে ভোগে মত্ত জীবন আমার

মেষলগ্নে ধনুরাশি নক্ষত্র অশ্বিনী শুক্রবার 

উপরে ওঠার পর ক্রমশ নিচের দিকে নামি


পশ্চাতে গোধূলি আর শীর্ষে সান্ধ্যকাল এসে থামে

দক্ষিণে শব্দের ঢল, পূর্বে প্রতিশ্রুতি পাহারায় 

চতুর্দিকে চতুঃপার্শ্বে কারা শুধু আসে, চলে যায়?

নিজেকে বিস্তৃত লিখে আমি পড়ে থাকি শিরোনামে


শব্দের রাখাল আমি শব্দ নিয়ে চরিয়ে বেড়াই

সশব্দে নীরবটুকু লিখতে লিখতে থেমে যাই