একান্ত পাহারায়
কেউ কি থেকে গেছে অদৃশ্য পাহাড়ের পিছনে
লোকালয়ের নিত্য কোলাহল এখন যন্ত্রণায় কাতর
চেয়ে আছে অগণিত চোখ মাটির ঈশ্বরের দিকে
একাকী নির্জনে ডুবে যাচ্ছে চেনা অচেনা কথাগুলো।
ঝরে পড়ছে অশ্রুজল, ঢেউ ভিজিয়ে দিচ্ছে
সাবধানতার ভুল-ত্রুটি
ডুবে গেছে যে সমস্ত শরীর তার সামনে দাঁড়িয়ে
নতমস্তকে ইহলোক
চারদিকে বেড়ে চলেছে দগদগে অন্ধকার
আর্ত-কে টেনে তোলার ব্যর্থ প্রয়াস জাগ্রত
সাথে অকপটে অসংযমের স্বীকারোক্তি।
নির্বান্ধব সাঁকোগুলোয় নতুন করে সাজছে
প্রাসঙ্গিকতা, আত্মরক্ষার নয়া নীতি বিলি হয়েছে
গোটা ব্রহ্মান্ডে।
এখন শুধুই আত্মখনন সকল স্পর্শের বাইরে
অনিত্যের শর্ত মেনে সবাই নিজেকে রেখেছে
নিজেদের একান্ত পাহারায় সংগোপনে।
No comments:
Post a Comment