সুদীপ্ত মাজির কবিতা
অসমাপ্ত গানের খাতা : ২৮
তোমার সুরশ্রী থেকে জেগে ওঠা আলো
মেঘের আহ্লাদ থেকে ঝরে পড়া সজলের
পাশে জেগে থাকে !
#
— এই দৃশ্য আজীবন প্রতিটি গোধূলিবেলা
মনের মহলে লিখে যায়...
#
আমি সেই আলোটুকু কৃতাঞ্জলিপুটে নিয়ে
একা বসে থাকি...
#
আর কোনও গল্প নেই, গান নেই
প্রবাহিত আয়ুষ্কাল ঘিরে —
#
দৃশ্যটির কিছু দূরে, গুলঞ্চের ঝোপেঝাড়ে
জেগে ওঠে সন্ধের জোনাকি !
দুর্দান্ত লাগল,
ReplyDeleteমাদকতা। সুন্দর।
ReplyDeleteএই অংশটুকু চমৎকার
ReplyDelete"আর কোনও গল্প নেই, গান নেই
প্রবাহিত আয়ুষ্কাল ঘিরে —"
এই অংশটুকু চমৎকার
ReplyDelete"আর কোনও গল্প নেই, গান নেই
প্রবাহিত আয়ুষ্কাল ঘিরে —"
এই অংশটুকু চমৎকার
ReplyDelete"আর কোনও গল্প নেই, গান নেই
প্রবাহিত আয়ুষ্কাল ঘিরে —"