Friday, 28 November 2025

সবর্ণা চট্টোপাধ্যায়

 




কবিতা

কোল্ড ডিসেম্বর রেইন



এ কোনও উপন্যাস নয় 

এমন এক দিন, 

ভীষণ ঠান্ডায় দুটো চামচ, সুপের ভরা বাটি 

মুখের জমাট ধোঁয়া আটকে বন্ধ জানলার কাচে

যেন ঠিক অপেক্ষা করছে তারা…

এমন অসময়ে বৃষ্টি আমায় নবজন্ম দেয়। 


যেদিন দেখেছিলাম প্রথম, 


তারপর কত জল আর জল–


দাপট বেড়েছে বৃষ্টির। 

সে শব্দ মাটির গন্ধে মিশে 

কেটেছে আরও কত ডিসেম্বর! 


বৃষ্টি হয়নি আর–

শেষ যেবার হল আরও এক নবজন্ম–

ভরা সুপের বাটি, একটা চামচ, 

জানলা বন্ধ ছিল। শুধু অপেক্ষা ছিল না আর!

No comments:

Post a Comment