Sunday, 18 October 2020

চিরঞ্জিৎ বৈরাগী, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০

  

 


 

 

তোমার দেখানো আলো

দিন ফুরিয়ে আসছে যখন,
ভেবেই নিয়েছিলাম
আর হয়ত স্টেজে ফেরা হবে না!

একজন ছিল,
যার পাসওয়ার্ড পাওয়ার
জীবনের অপরাহ্নে সাক্ষাৎ ঈশ্বর
যার ঠোঁট ইশারায় পৃথিবীটা আকাশ
নক্ষত্ররা চিরপ্রদীপ!

জাতীয় সঙ্গীত গাইলাম
কিন্তু অতি সুক্ষ পর্দায়
মাথাটা হঠাৎ ঝাঁকুনি দিল

কোথাও শান্তি নেই
একমাত্র তোমার দেখানো আলো, যতটুকু__

তার বাইরে কেউ নেই

No comments:

Post a Comment