Friday, 16 October 2020

তৈমুর খান, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 

 


 

 শুনতে পাও নীলাঞ্জন



 নীলাঞ্জন আমাকে ডেকেছিল

 শুধু একটি রাস্তার পার্থক্য বলে

 ওপারে দাঁড়িয়ে ছিলাম


 অনেক কাল থেকেই আমরা

 এপার ওপার হয়ে আছি


 রাতের ব্ল্যাকবোর্ড অনেক কিছু লিখে দিয়ে গেছে

 দিনের হইচই আমাদের ডাক শুনতে দেয়নি

 পার্থিব আর পরমার্থিব আজও রহস্যময়


 একটা সোনালি বল

         গড়াতে গড়াতে

              চলে গেছে পাশ দিয়ে

 একটা বিনম্র সাপ

                      কৌতূহলে ছুটে গেছে

 আমরা বিষাদ মস্তিষ্ক নিয়ে আজও একাকী


 নীলাঞ্জন, সোনালি বলটা কি প্রত্নযুগের কোনও ফল?

 সাপটা কি আমাদেরই উন্মুখ প্রবৃত্তির দৌড়?


 শুনতে পাও নীলাঞ্জন ?

 পার্থক্য শুধু রাস্তার এপার ওপার…



2 comments:

  1. এ কবিতা বেঁধে রাখবে পাঠক কে তার শরীরে। বহুকাল ধরে যেন এই লেখাটাই খুজছিলাম।

    ReplyDelete