কালীয়দমন
একদা কৃষ্ণের মতো আমিও কালীয়নাগ
নিয়ে ব্যস্ত হই
ভাবি তাকে বধ করব বলে,
তারপর আবার তাকে ছুঁড়ে দেব যমুনার জলে।
কিন্তু সে কপালগুণে মরবার আগেই----
ছুঁড়ে-ছুঁড়ে বিষ দিচ্ছে গা-য়,
মরার আগের এই তেজটুকু দেখে
আমি চলে যাই
পরের রাত্তিরে সেই তীব্র রূপ
ফের ফিরে আসে
ফিরে আসে শত্রু নয়, গোটা একটা
'কালীয়দমন'
ফিরে এসে বলে 'প্রভু এই,
যেটুকু সর্বস্ব ছিল সব দিয়ে গেছি
এর বেশি কি আছে আমার
তোমাকে দেবার মতো
ভাই'!
কাক
এই একটা সাদা মেঘ, তার কালো চুল দিয়ে
আঁকা ওই কাকের মস্তক,
আর ক্রূর চালাকির চোখ
হিসেব-রক্ষক হয়ে মাঠে নামছে, মাঠের আঘাত
কাকের দর্শন নিয়ে একপাশে কাত-
হয়ে পড়ে-পড়ে যাচ্ছে, আর শব্দগুলো কোনও গাছে
ছড়িয়ে-ছিটিয়ে গুপ্ত আগুন জ্বালায়
যে-আঘাত টুকরো হয়ে ফিরে যাচ্ছে
মেঘেদের গা-য়
সাদায়-কালোয় মিশে ওরই মাঝখান দিয়ে
কাকের কর্কশ খেলে যায়
ডিভোর্স ক্লাস্টারিং
সর্দি-কাশির মতো ডিভোর্সও সংক্রামক ব্যধি
সংসার শান্তিতে রাখতে ডিভোর্সির কাছ থেকে
অন্তত নিজেকে
দূরত্ব রাখুন।
তার প্রতি সমব্যথী হন ক্ষতি নেই
কিন্তু কেন ডিভোর্সটি হল,
কী কী নিয়ে মতানৈক্য, যাবতীয় খুঁটিনাটি
ইত্যাদির দু'এক ঝলকও
খোঁজ নিয়ে দেখার দরকার নেই
হোক কান্নাকাটি।
নব্বই সালের থেকে এ-যাবৎ মার্কিনী রিসার্চ
'ডেলি মেল'-এ প্রকাশিত তথ্যে জানা যায়
যাকে বলে ডিভোর্স ক্লাস্টারিং
অন্যথায় এই রোগ ৭৫% ঘটে অন্যের ক্ষেত্রে
সংসারের জটিল বাঁধনও এর ফাঁকে
কখন ক্ষয়াটে হয়ে যায়,
শুধু সার
উড়ে আসে একগুচ্ছ চিঠি
তাতে লেখা----অনুষঙ্গঃ শুষ্ক নিরাশার
এহেন সময় তাকে প্রেতপ্রেম বলি।