এই লোকটা
এই লোকটা
একলা কেন জলের নেশা মাখো
পদ্মপাতায় আকাশ ভরা তারা
গুছিয়ে সব নদী এবং সাঁকো
যেখানে ছিল, ঠিক সেখানে রাখো।
কেন এমন একা একাই থাকো
এই লোকটা,
পাহাড় খুলে , হাজার বৃষ্টি ঝাঁকও
অকারণেই চোখের জলে ডাকো
পথের ধারে অচেনা হাতছানির,
মিথ্যে মেঘের ঘাড়ঘোরানো বাঁকও
যেখানে ছিল, ঠিক সেখানে রাখো।
নিঃস্বটুকু পারলে নাহয় আঁকো।